Sharing is caring!

ফাহাদ, লোহাগাড়া (চট্টগ্রাম):
ফিলিস্তিনের গাঁজাবাসীদের ওপর ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে চট্টগ্রামের লোহাগাড়ায় তৌহিদী জনতার উদ্যোগে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ এপ্রিল) বিকেলে উপজেলার বটতলী কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে উপজেলার মডেল মসজিদের মাঠ প্রাঙ্গন এলাকায় গিয়ে এক পথসভায় মিলিত হয়। এসময়ে লোহাগাড়ার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করে প্রতিবাদ জানান।
বিক্ষোভকারীরা প্ল্যাকার্ড, ব্যানার হাতে ‘ফ্রি প্যালেস্টাইন’, ‘স্টপ কিলিং ইন গাজা’সহ নানা স্লোগান দেন। কর্মসূচি চলাকালীন সড়কে যান চলাচলে সাময়িক কিছুটা সমস্যা হলেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের তৎপরতায় নিয়ন্ত্রণে আনে পরিস্থিতি।