প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৯, ২০২৫, ৮:৫০ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৮, ২০২৫, ৫:০৭ পূর্বাহ্ণ
গাজায গণতহ্যা প্রতিবাদে রাজশাহীর বাঘায বিক্ষোভ মিছিল

দোয়েল,বাঘা (রাজশাহী) প্রতিনিধিঃ
রাজশাহীর বাঘায় গাজায় উপর্যুপরি বিমান হামলা ও নৃশংস গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ এপ্রিল) সোয়া ৫টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী বাঘা উপজেলা শাখার আয়োজনে গাজায় নৃশংস হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে।
মিছিলটি বাঘা বাজারের পশ্চিমে নিমতলা মসজিদের সামনে থেকে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে শাহদৌলা কলেজের পাশে সড়কে সমাবেশের মাধ্যমে শেষ হয়। শ্লোগান দেওয়া হয় আমার ভাই শহীদ কেন ? জাতিসংঘ জবাব চাই? ট্রাম্পের দুই গালে জুতা মারো তালে তালে এমন নানা গ্লোগানে মুখরিত হয়।
এসময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী উপজেলা শাখার সাবেক সভাপতি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জিন্নাত আলী, সহসভাপতি আব্দুল্লাহ আল মামুন,সেক্টেটারি ইউনুস আলী, বাঘা পৌরসভার সাবেক আমির প্রভাষক সাইফুল ইসলামসহ পৌর ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মিরা।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2025 RED TIMES. All rights reserved.