প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২০, ২০২৫, ১:২৯ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৮, ২০২৫, ৮:১৩ অপরাহ্ণ
সিলেটে হামলা ও ভাঙচুরে ক্ষতিগ্রস্ত কেএফসি রেস্টুরেন্ট ও বাটার শোরুম পরিদর্শন করেন এসএমপি পুলিশ কমিশনার

উৎফল বড়ুয়া, সিলেট:
ফিলিস্তিনিদের উপর বর্বরোচিত হামলা, হত্যাযজ্ঞ ও ধ্বংসযজ্ঞের প্রতিবাদে সিলেটে ধর্মপ্রাণ মুসলমানরা রাস্তায় নেমে প্রতিবাদ জানায়। এসময় কিছু উচ্ছৃঙ্খল জনতা সিলেটের কেএফসি, বাটা, ইউনি মার্টসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাট চালায়।
মঙ্গলবার ৮ এপ্রিল সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. রেজাউল করিম, পিপিএম-সেবা হামলা ও ভাঙচুরে ক্ষতিগ্রস্ত কেএফসি, বাটার শোরুম ও ইউনিমার্ট পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন সিলেট চেম্বার অফ কমার্সসহ ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং সিলেট মেট্রোপলিটন পুলিশের অন্যান্য অফিসারবৃন্দ।
পুলিশ কমিশনার এ সময় বলেন, “এই ভাঙচুর ও লুটপাটের সাথে যারা জড়িত তাদের সনাক্ত করে, আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2025 RED TIMES. All rights reserved.