প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৯, ২০২৫, ১০:৫৭ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৮, ২০২৫, ৮:১৫ অপরাহ্ণ
গাইবান্ধায় নৌকায় ঘুরতে গিয়ে ধর্ষণের শিকার এক তরুনী; অভিযুক্ত যুবক আটক

রাজু সরকার.(গাইবান্ধা প্রতিনিধি)
গাইবান্ধার ফুলছড়িতে ব্রক্ষ্মপুত্র নদে নৌকায় বেড়াতে নিয়ে গিয়ে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সাদিকুল ইসলাম কনক (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার ( ৮ এপ্রিল) দুপুরে সদর উপজেলার বোয়ালী ইউনিয়নের খেয়াঘাট এলাকা থেকে সাদিকুল ইসলাম কনককে আটক করে পুলিশ। সাদিকুল ওই এলাকার মো. ইউনুস আলীর ছেলে। তিনি নেসকো কোম্পানিতে কর্মরত বলে জানা গেছে।
ভুক্তভোগী ১৯ বছরের তরুণীর বাড়ি পাশ্ববর্তী হাসগাড়ী গ্রামে। এ ঘটনায় ফুলছড়ি থানায় সাদিকুল ইসলামের বিরুদ্ধে মামলার জন্য লিখিত অভিযোগ করেন তিনি।
ভুক্তভোগীর অভিযোগ, ফেসবুকে কনকের সাথে তার পরিচয় হয়। সোমবার দুপুরে কনক তাঁকে বালাসিঘাটে বেড়ানোর জন্য ডাকে।
এসময় আমাকে বিয়ে করবে বলে প্রতিশ্রুতি দেয় কনক। পরে বালাসিঘাটে গেলে তাঁকে নৌকায় ঘুরতে নিয়ে যায় কনক। পরে নৌকার ভিতরেই জোরপূর্বক ধর্ষণ করে। এরপর বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে কনক ঘটনাস্থল ত্যাগ করে।
বিষয়টি নিশ্চিত করে ফুলছড়ি থানার উপ-পরিদর্শক (এসআই) আয়নাল হক বলেন, ভুক্তভোগীর লিখিত অভিযোগে অভিযান চালিয়ে অভিযুক্ত সাদিকুল ইসলামকে আটক করা হয়। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।
বুধবার সকালে তাকে আদালতে হাজির করা হবে। এছাড়া ডাক্তারীর পরীক্ষার জন্য ভিকটিমকে সদর হাসপাতালে পাঠানো হবে।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2025 RED TIMES. All rights reserved.