Sharing is caring!

ফাহাদ, লোহাগাড়া (চট্টগ্রাম):
ফিলিস্তিনের গাজায় মুসলমানদের ওপর চলমান ইসরাইলের নির্মম গণহত্যা ও আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছেন চট্টগ্রামের লোহাগাড়ার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ইকরা আব্দুল জব্বার উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুর ১২টার দিকে প্ল্যাকার্ড, ফেস্টুন এবং ব্যানার নিয়ে বিদ্যালয় প্রাঙ্গন হতে র্যামলি শুরু হয়ে উপজেলার বটতলী মোটর ষ্টেশন প্রদক্ষিণ করে চৌধুরী প্লাজা প্রাঙ্গনে এসে সকলে সমবেত হয়।
এ সময় ইসরাইলের আগ্রাসী ভূমিকা এবং গাজায় নিরীহ মানুষের ওপর হামলার প্রতিবাদ জানিয়ে স্লোগান দেয় শিক্ষার্থীরা।
বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে শিক্ষকরা বলেন, বিশ্বের সব মুসলমানদের পবিত্র ভূমি এই গাজা। সেখানে ইসরাইল যে ধরনের অমানবিক পরিস্থিতি তৈরি করেছে তা বিবেকবান কোনো মুসলমান মেনে নিতে পারেন না। তাই বাংলাদেশ সরকারকে রাষ্ট্রীয়ভাবে প্রতিবাদ জানিয়ে হামলা বন্ধ করার আহ্বান জানানোর দাবি জানান শিক্ষকরা।
তারা ইসরাইলের সব ধরনের পণ্য বয়কট করার জন্য বিশ্ববাসীর কাছে আহ্বান জানান।