আজ রবিবার, ১৩ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

এলএস বাইকারস এর যাত্রা শুরু

editor
প্রকাশিত এপ্রিল ১২, ২০২৫, ০৬:৫৭ অপরাহ্ণ
এলএস বাইকারস এর যাত্রা শুরু

Oplus_131072

Sharing is caring!

ফাহাদ, লোহাগাড়া (চট্টগ্রাম):
বাইকারসদের নিয়ে ভিন্ন এক দৃষ্টিভঙ্গি নিয়ে বাইকারসদের অপ্রীতিকর স্বভাব থেকে দূরে রেখে সড়ক আইন মানা ও প্রচারের লক্ষ্যে চট্টগ্রামের লোহাগাড়া-সাতকানিয়ার বাইকারসদের নিয়ে যাত্রা শুরু করল এলএস বাইকারস।
শুক্রবার (১১ এপ্রিল) বিকালে লোহাগাড়া উপজেলার শাহপীর মাঠে এ উন্মোচন প্রোগ্রাম সম্পন্ন হয়।
এসএস বাইকারস এর এ উন্মোচন প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলার অফিসার ইনচার্জ আরিফুর রহমান।
এসময় প্রধান অতিথি আরিফুর রহমান বলেন, এলএস বাইকারস এর এ উদ্যোগকে স্বাগত জানাই। তবে সবার আগে নিজেদের সড়ক আইন মেনে জনস্বার্থে কাজ করতে হবে। সবচেয়ে বেশি সচেতন থাকতে হবে গ্রুপে যেন বেআইনী বা কোন চুরির গাড়ি আছে এমন কেউ যেন সদস্য হতে না পারে এবং কেউ যেন এধরণের কাজে লিপ্ত না থাকে। পরিবেশ ও সড়কের আইন মেনে যদি আপনারা এগিয়ে যেতে পারেন তাহলে সর্বাবস্থায় আমাদের সহযোগিতা আপনাদের সাথে থাকবে।
এলএস বাইকারস এর এ উন্মোচন প্রোগ্রাম মোহাম্মদ আব্দুর রহিম, শেখ মোঃ ওমর, এরশাদ হোসাইন, বেলাল উদ্দীন, ফাহাদ চৌধুরী’র উদ্যোগে আরও উপস্থিত ছিলেন শেখ মোঃ সান, মিজানুর রহমান, মিজানুর রহমান নয়ন, আবু ছিদ্দিক, এম.এম. হোসাইন, মোঃ আসিফ, মোঃ পারভেজ প্রমূখ।