Sharing is caring!

মাহমুদুন্নবী, পত্নীতলা ( নওগাঁ ) প্রতিনিধি:
নওগাঁর পত্নীতলায় নজিপুর বাসস্ট্যান্ড থেকে গগনপুর বাজার পর্যন্ত সড়ক সংস্কার ও প্রশন্তকরণের দাবিতে শনিবার ( ১২ এপ্রিল ) সকাল ১০ ঘটিকায় মানববন্ধন করেছে এলাকাবাসী। উপজেলার বাবনাবাজ মোড় এলাকায় এই মানববন্ধন করেন তারা।
নজিপুর বাসস্ট্যান্ড থেকে গগনপুর বাজার পর্যন্ত সড়কটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। জনগুরুত্বপূর্ণ এই সড়ক দিয়ে চলাচল করতে দূর্ঘটনায় পতিত হচ্ছে। সড়কটি সংস্কারের জন্য এলাকাবাসী দীর্ঘ্যদিন ধরেই দাবি জানিয়ে আসছে। এই ব্যাপারে দীর্ঘ্যদিন থেকে স্থানীয় ব্যক্তিরা সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখালিখি করেছেন। কিন্তু সড়ক ও জনপদ বিভাগ তাদের এই সড়কটি সংস্কার না করায় জনদূর্ভোগ চরম আকার ধারণ করেছে।
মানববন্ধন চলাকালে বক্তব্য দেন কুষ্টিয়া ইসলামী বিশ^বিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ও অত্র বাবনাবাজ গ্রামের কৃতি সন্তান মো: ফিরোজ আলী, জনস্বাস্থ্য ও পুষ্টি বিশেষজ্ঞ মো: হাসান আলী, মো: সাজেদুর রহমান রুস্তম, ব্যাংকার রহমতুল্লাহ, বড়থা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ নুরুল ইসলাম খোদাদাদ, আবু দাউদ, শিল্পী রানীসহ আরো অনেকেই।
এসময় বক্তরা বলেন, এই রাস্তাটি আমাদের নিত্যদিনের জীবনযাত্রার মানের সাথে সরাসরি জড়িত। কৃষক, শ্রমিক, নর-নারী, শিক্ষার্থী, শিশু, বৃদ্ধসহ সকল পেশাজীবি মানুষ সবাই কে প্রতিদিন প্রতিমূহূত্ব ভোগান্তি শিকার হতে হচ্ছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট বহুবার যোগাযোগ করা হলেও এখন পর্যন্ত কোন কার্যকর পদক্ষেপ দৃশ্যমান হয়নি। আশা রাখি আমরা জন-নিরাপত্তার স্বার্থ্যে এই রাস্তাটি অতি দ্রুত সংস্কার করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বক্তরা আরো বলেন, স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবিলম্বে টেকসই এবং সঠিক মানসম্পূর্ণ সংস্কার ও প্রশন্তকরণের কাজ শুরু করার আহবান জানানো হয়। জনগুরুত্বপূর্ণ এই রাস্তাটি দ্রুত সংস্কার না করলে দল-মত নির্বিশেষে সকল স্তরের জনসাধারণ কে নিয়ে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে ঘোষণা দেওয়া হয়।