আজ রবিবার, ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

কালীগঞ্জে শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে অভিভাবক সমাবেশ

editor
প্রকাশিত এপ্রিল ১৯, ২০২৫, ০৫:৩০ অপরাহ্ণ
কালীগঞ্জে শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে অভিভাবক সমাবেশ

Sharing is caring!

তৈয়বুর রহমান (কালীগঞ্জ) গাজীপুরঃ

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী নরুন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ এপ্রিল)দুপুরে বিদ্যালয় প্রাঙ্গনে উপজেলা বিএনপির সহ যুব বিষয়ক সম্পাদক  ও অত্র  বিদ্যালয়ের সভাপতি মো.শাহ আলম প্রধানের সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশুতোষ চন্দ্র শীলের সঞ্চালনায়  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-বাংলাদেশ পরিকল্পনা কমিশনের সদস্য সচিব ড. মোঃ মোস্তাফিজুর রহমান।

এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- জাঙ্গালিয়া ইউপির  সাবেক চেয়ারম্যান  আ,ক,ম  মোফাজ্জল হোসেন, গাজীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি শাহ শামসুল হক রিপন, ঢাকা ইন্টারন্যাশনাল  স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক  আতিকুর রহমান বুলু, ইউনিয়ন বিএনপি’র সভাপতি নেছার  আহমেদ নুহ, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মাস্টার, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইয়াসিন মোল্লা, নরুন দাখিল মাদ্রাসার সুপার মোহাম্মদ কুদরত উল্লাহ, রেলওয়ে কর্মকর্তা আজমুল হোসেন, ইউপি  সদস্য সৈয়দ আহমদ কবির বুলবুল, সাবেক ভারপ্রাপ্ত  চেয়ারম্যান রুস্তম আলী আকন্দ প্রমুখ।

অনুষ্ঠানে অতিথিদেরকে  ক্রেস্ট  দিয়ে বরণ করে নেন অত্র বিদ্যালয়ের পরিচালনা কমিটি ও  বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।