প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২০, ২০২৫, ১০:২৮ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৯, ২০২৫, ৬:২৭ অপরাহ্ণ
সংস্কার ছাড়া কোন নির্বাচন হবে না জলঢাকার জনসভায় জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান

মনিরুজ্জামান লেবু নীলফামারী প্রতিনিধি:
“সংস্কার ছাড়া কোনো নির্বাচন হবে না। সব হত্যার বিচারের পর নির্বাচন। তা না হলে আবার পূর্বের মত অবস্থা হবে। তাই আগে সংস্কার জরুরী। ফ্যাসিস্ট সরকার আমাদের অনেক নেতাকে বিনা অপরাধে হত্যা করেছে। এসব হত্যার বিচার করতে হবে। তারা খুন করেছে,গুম করেছে। ধর্ষণের রাজত্ব কায়েম করেছে। এরকম দেশ আমরা চাইনা। এমন একটা দেশ গড়তে চাই, যেখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খিস্টান কোন ভেদাভেদ থাকবে না। তিনি আরও বলেন, সকল ধর্মের মানুষকে নিয়ে এগিয়ে যেতে চাই। এটাই আমাদের চাওয়া এজন্যই আমাদের আন্দোলন। একটি মানবিক বাংলাদেশ না গড়া পযর্ন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। ”
শনিবার (১৯ এপ্রিল) শেষ বিকেলে নীলফামারীর জলঢাকা স্টেডিয়াম মাঠে জামায়াতের জনসভায় এসব কথা বলেন, জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান।
উপজেলা জামায়াতের আমীর মোখলেছুর রহমানের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর – দিনাজপুর অঞ্চলের পরিচালক মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর – দিনাজপুর অঞ্চলের সহকারী পরিচালক অধ্যক্ষ মমতাজ উদ্দিন , কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর – দিনাজপুর অঞ্চল টিম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল, রংপুর – দিনাজপুর অঞ্চল টিম সদস্য মুহাম্মদ আব্দুর রশীদ, কেন্দ্রীয় মজলিসের সূরা সদস্য ও নীলফামারী জেলা আমীর আব্দুস সাত্তার, সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম, জেলা মজলিসের সূরা সদস্য মাওলানা ওবায়দুল্লাহ সালাফী রংপুর মহানগর ছাত্র শিবিরের সভাপতি নাজমুল হুদা জেলা বার সমিতির সভাপতি এ্যডভোকেট আল ফারুক আব্দুল লতিফ প্রমূখ।
অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন, উপজেলা জামায়াতের সেক্রেটারি মোয়াম্মার আল হাসান।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2025 RED TIMES. All rights reserved.