প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৬, ২০২৪, ৭:৩৭ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৭, ২০২৪, ২:০০ অপরাহ্ণ
বাঘায় কিন্ডার গার্ডেন স্কুলের কমল মতি শিশুদের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
দোয়েল,বাঘা (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর বাঘায় বাংলাদেশ কিন্ডার গার্ডেন এসোসিয়েশনের অধীনে বাৎসরিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ নভেম্বর) ৩টি বিষয়ে (বাংলা,ইংরেজী ও অংক ) সকাল ১০টা থেকে ৩ঘন্টা পরীক্ষা অনুষ্ঠিত হয়।
বাঘা উপজেলার, বাঘা-আড়ানি দুটি কেন্দ্রে নার্সারি থেকে ৫ম শ্রেণীর মোট ৫১০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করে। এর মধ্যে আড়ানি কেন্দ্রে ৬টি স্কুলের ১৭৩জন, বাঘা কেন্দ্রে ৯ টি স্কুলের ৩৩৭ জন।
কেন্দ্রগুলো ঘুরে দেখা গেছে, কঠোর নিরাপত্তা বেষ্টনীর মধ্যে উৎসবমুখর পরিবেশে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রের বাইরে অপেক্ষা করছিলেন পরীক্ষার্থীদের মা- বাবা। ইনভিজিলেটর টিমের লিডার রাজশাহী সমিতির প্রতিনিধি কেন্দ্রগুলো পরিদর্শন করেন।৫ম শ্রেণীর পরীক্ষার্থী হুমাইরা জান্নাতের মা জায়েদা বেগম জানান,পরীক্ষার পরিবেশ দেখে তিনি খুশি। এসোসিয়েশনের বাঘা শাখার সভাপতি সোলাইমান হোসেন বলেন, আগামী বছর বৃত্তি পরীক্ষার্থীদের সংখ্যা আরো বাড়তে পারে।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2024 RED TIMES. All rights reserved.