তৈয়বুর রহমান (কালীগঞ্জ) গাজীপুর
গাজীপুরের কালীগঞ্জে ২০২৪-২০২৫ অর্থবছরে কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদার করণ প্রকল্পের আওতায় দুই দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। এতে স্থানীয় ৩০ জন কৃষক ও কৃষাণী অংশগ্রহণ করেন।
সোমবার (২১ এপ্রিল) দুপুরে সমাপ্ত হওয়া প্রশিক্ষণটি রোববার (২০ এপ্রিল) সকালে কালীগঞ্জ উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে শুরু হয়। আয়োজনটি বাস্তবায়ন করে কালীগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ পরিচালক কৃষিবিদ মো. আব্দুল মতিন বিশ্বাস।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ফারজানা তাসলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত কৃষি কর্মকর্তা উম্মে রোমান চৌধুরী, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. আক্তারুজ্জামান, উপসহকারী কৃষি কর্মকর্তা মো. হাছান আলী প্রমুখ।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, মূল পেশা কৃষির বাহিরেও যারা ক্ষুদ্র পরিসরে কৃষি কাজ করে থাকেন যেমন কামার, কুমার বেদে, জেলে, তাঁতী এমন পেশাব ৩০ জন প্রশিক্ষণার্থী কৃষককে শিক্ষা দেওয়া হয়।
অনুষ্ঠানে কৃষি অফিসের উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ, স্থানীয় কৃষক-কৃষাণী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে প্রশিক্ষণ শেষে তাদের মাঝে বিভিন্ন ধরনের সবজির বীজ বিতরণ করা হয়।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2025 RED TIMES. All rights reserved.