প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২২, ২০২৫, ১:৫১ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২১, ২০২৫, ৬:৩৮ অপরাহ্ণ
নাগরপুরে বালু মহলে যৌথ অভিযান; ১০টি ব্যাটারিসহ আটক ১

এম.এ.মান্নান,নাগরপুর (টাঙ্গাইল)সংবাদদাতা:
টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মোকনা ইউনিয়নের কেদারপুর নামক স্থানে বালু মহলে যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে।
রোববার (২০ এপ্রিল) রাত সাড়ে বারোটার দিকে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভেকু ও ট্রাকের ১০টি ব্যাটারি জব্দসহ এক যুবককে আটক করা হয়েছে। সে উপজেলার মামুদনগর ইউনিয়নের কলমাইদ গ্রামের মো: হৃদয় মিয়া। ওই যুবককে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর অধীনে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ডাদেশ দেওয়া হয়েছে।
নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার আরাফাত মোহাম্মদ নোমান বলেন, রোববার দিবাগত রাত সারে ১২ টার দিকে নাগরপুর উপজেলার কেদারপুর নামক স্থানে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। ১টি এক্সকেভেটরসহ ট্রাকের ১০টি ব্যাটারি জব্দ করা হয় এবং একজন কে আটক করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সেনাবাহিনীর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাসহ উপজেলা নির্বাহী অফিসের স্টাফবৃন্দ।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2025 RED TIMES. All rights reserved.