আবির হোসেন ইবি প্রতিনিধি:
ঝিনাইদহের শৈলকুপার শেখপাড়ায় ‘বুকম্যান স্টুডেন্টস কেয়ার’ কোচিং সেন্টারের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৫ নভেম্বর) ও শনিবার (১৬ নভেম্বর) মোট তিনটি শিফটে আড়াই ঘণ্টাব্যাপী এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এতে কুষ্টিয়া, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা ও রাজবাড়ী জেলার ২য় থেকে ৮ম শ্রেণী পর্যন্ত ৫৫০ জন শিক্ষার্থী অংশ নেন। পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে ৭০ জনকে মেধাভিত্তিক ৭০,০০০ টাকা প্রদান করা হবে।
এছাড়া প্রতি শ্রেণির প্রথম ১০ জনের জন্য থাকবে আকর্ষণীয় ক্রেস্ট, সার্টিফিকেট ও ৫০% ছাড়ে ওই প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ। এই পরীক্ষার ফলাফল আগামী ৩০ ডিসেম্বর প্রকাশিত হবে।
জানা যায়, শুক্রবার (১৫ নভেম্বর) সকাল সাড়ে নয়টায় ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণী পর্যন্ত প্রথম শিফটের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে দেড়শ শিক্ষার্থী অংশ নেন। শনিবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে নয়টায় দ্বিতীয় শিফটে ২য় ও ৩য় শ্রেণীর মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং দুপুর আড়াইটায় তৃতীয় শিফটে ৪র্থ ও ৫ ম শ্রেণীর শিক্ষার্থীরা মেধাবৃত্তি পরীক্ষা দেন। উভয় শিফটে ২০০ জন করে শিক্ষার্থী অংশ নেন।
বুকম্যান স্টুডেন্টস কেয়ার এর উদ্যোগে অনুষ্ঠিত এই মেধাবৃত্তি পরীক্ষার পরিবেশ, পদ্ধতি এবং মানসম্মত প্রশ্নে সন্তোষ প্রকাশ করেন অভিভাবকরা। এ উদ্যোগকে সকলেই স্বাগত জানান।
বুকম্যান স্টুডেন্টস কেয়ারের পরিচালক নাঈমুর রহমান (লাবন) জানান, মেধাবৃত্তির এ পরীক্ষায় প্রকৃত মেধাবী যাচাইয়ের বিষয়টি মাথায় রেখে প্রশ্ন পদ্ধতির বিষয়ে বিশেষ নজর দিয়েছি। চলমান শিক্ষাবর্ষে নতুন শিক্ষাপদ্ধতি প্রণয়নের, দেশের বিশৃঙ্খল পরিস্থিতি এবং পরীক্ষা পদ্ধতি পরিবর্তনের ফলে অনেক মেধাবী শিক্ষার্থীরা তাদের মেধা যাচাইয়ের সুযোগ পাচ্ছিল না। তাদের পাঠ্য বিষয়ের পাশাপাশি অন্যান্য জ্ঞানচর্চায় উদ্বুদ্ধ করতে এবং শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক ভাবে গড়ে তুলতে এ আয়োজন। এ ধরনের উদ্যোগে অবিভাবকদের সার্বিক সহযোগিতা কামনা করি। তাদের এমন সহযোগিতা থাকলে এই ধারা অব্যাহত থাকবে।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2024 RED TIMES. All rights reserved.