প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৬, ২০২৫, ৭:৪৯ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৫, ২০২৫, ১:৫৫ অপরাহ্ণ
কালীগঞ্জে ডাম্প ট্রাকের চাপায় ইজিবাইক চালক নিহত

তৈয়বুর রহমান,কালীগঞ্জ প্রতিনিধি:
গাজীপুরের কালীগঞ্জে ডাম্প ট্রাকের চাপায় মাহবুবুর রহমান (২৮) নামে এক ইজিবাইক চালক নিহত হয়েছেন। শুক্রবার (২৫ এপ্রিল) বিকেলে কালীগঞ্জ-টঙ্গী-ঘোড়াশাল আঞ্চলিক সড়কের বড় নগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) শান্তি চন্দ্র দাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত মাহবুবুর রহমান কালীগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ডের মুনশুরপুর গ্রামের মৃত তমিজ উদ্দিনের ছেলে। তিনি পেশায় একজন ইজিবাইক চালক ছিলেন।
এসআই শান্তি চন্দ্র দাস জানান, বিকেলে মাহবুবুর রহমান বড় নগর এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় দ্রুতগতির একটি ডাম্প ট্রাক তাকে চাপা দেয়। এতে তিনি মারাত্মকভাবে আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার অবস্থার অবনতি ঘটে। পরে চিকিৎসকরা তাকে ঢাকায় পাঠানোর পরামর্শ দেন। ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান।
এসআই আরো জানান, এ ঘটনার পর স্থানীয়দের সহযোগীতায় ডাম্প ট্রাকটি আটক করা হলেও, পালিয়েছে চালক। বর্তমানে ডাম্প ট্রাকটি থানায় পুলিশ হেফাজতে রয়েছে। পাশাপাশি এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান এসআই।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2025 RED TIMES. All rights reserved.