Sharing is caring!

সালেহ আহমদ (স’লিপক):
মৌলভীবাজারের শেরপুরে মাদ্রাসায় হামলাকারী শ্রমিকদল নেতা সন্ত্রাসী চান মিয়াকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) মৌলভীবাজারের শেরপুরে জামেয়াতুল ফালাহ মাদ্রাসার পানি নিষ্কাশনের ড্রেন বন্ধ করা নিয়ে চান মিয়ার নেতৃত্বে হামলার এ ঘটনা ঘটে। দীর্ঘদিন ধরে মাদ্রাসা বন্ধের চেষ্টাকারী এই শ্রমিকদল নেতার মাদক ব্যবসার সুবিধার জন্য ড্রেন বন্ধ করতে চাওয়ায় বাধা দিলে মাদ্রাসার ভেতরে ঢুকে শিক্ষক ও ছাত্রদের ওপর আগ্নেয়াস্ত্র সহ হামলা চালানো হলে বেশ কয়েকজন আহত হন।
পুলিশ ও যৌথ বাহিনী অভিযান চালিয়ে মৌলভীবাজার সদর উপজেলার শ্রমিক দলের শেরপুর আঞ্চলিক শাখার সহ-সভাপতি চান মিয়া (৫০), নবীগঞ্জ উপজেলার মজলিসপুর গ্রামের বশির মিয়ার ছেলে আব্দুল হামিদ (৩০) ও খালেদ মিয়া (২৮) নামের তিনজনকে এসময় আটক করে।
এ বিষতে জানতে চাইলে মৌলভীবাজার জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম বলেন, আমার ইউনিটের সাংগঠনিক সম্পাদকের মাধ্যমে নিশ্চিত হয়েছি, সে আমাদের শেরপুর আঞ্চলিক শাখার সদস্য নয়।

এদিকে মাদ্রাসায় সন্ত্রাসী হামলার ঘটনায় সম্পৃক্ততা প্রমাণিত হওয়ায় এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শুক্রবার (২৫ এপ্রিল) জাতীয়তাবাদী শ্রমিকদল শেরপুর আঞ্চলিক শাখার সভাপতি মো: লাল মিয়া এবং সাধারণ সম্পাদক মো: জুবায়ের আহমদের স্বাক্ষরিত এক বিজ্ঞপিতে ওই শ্রমিকদল নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।