আজ মঙ্গলবার, ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

চারঘাট ডাকরা কলেজ ছাত্রদলের সভাপতি মেহেদী সম্পাদক মহায়মিনুল

editor
প্রকাশিত এপ্রিল ২৮, ২০২৫, ০৫:৪১ অপরাহ্ণ
চারঘাট ডাকরা কলেজ ছাত্রদলের সভাপতি মেহেদী সম্পাদক মহায়মিনুল

Sharing is caring!

মোহাম্মদ আলী, পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধিঃ
রাজশাহীর চারঘাট উপজেলার ডাকরা ডিগ্রি কলেজ শাখার মোঃ মেহেদী হাসান মিরাজকে সভাপতি এবং মহায়মিনুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী রাজশাহী জেলা শাখা ছাত্রদল।
রোববার (২৭ এপ্রিল) সন্ধ্যা ৭ টার দিকে রাজশাহী জেলা ছাত্রদলের আহ্বায়ক এস এম সালাউদ্দিন আহমেদ শামীম সরকারের  সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং কেন্দ্রীয় ছাত্র সংগঠনটির ভেরিফায়েড পেজে এই কমিটি প্রকাশ করা হয়।
রাজশাহী জেলা ছাত্রদলের আহ্বায়ক এস এম সালাউদ্দিন আহমেদ শামীম সরকার এবং সদস্য সচিব আল আমিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই আংশিক পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করেন।
চারঘাট উপজেলার ডাকরা ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের ১৩ সদস্য বিশিষ্ট আংশিক কমিটির অনুমোদন দেয়া হয়েছে। অন্য সদস্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি মোঃ সিজান সরকার, সহ-সভাপতি মোঃ লিখন আলী, সহ-সভাপতি মোঃ আরিফ হোসেন, সহ-সভাপতি, মোঃ অনিক আলী, সিনিয়র সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আজিজ (আসিক), যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ সেলিম ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহিন হিমেল, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ মাশরাফি, সাংগঠনিক সম্পাদক মোঃ সুইট আলী, দপ্তর সম্পাদক
মোঃ মেহেদী আলী, প্রচার সম্পাদক মোঃ শাহরিয়ারকে অনুমোদন করে ২১ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।