প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৭, ২০২৪, ৮:৫৫ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৮, ২০২৪, ১২:৫৭ অপরাহ্ণ
উৎফল বড়ুয়া, সিলেট
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, আওয়ামী লীগ গত ১৭ বছর ধরে জনগণের গণতন্ত্র হরণ করে নিজেদের লুটপাটের গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে। দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে খুব শিগগিরই নির্বাচন প্রয়োজন। শেখ হাসিনা দেশের গণতন্ত্রকে নিজের বাবার জমিদারির মতো মনে করতেন। তিনি নিজে ইচ্ছেমত দেশ পরিচালনা করেছেন, ব্যাংক লুট করেছেন এবং বিরোধী মতের উপর নির্যাতন চালিয়েছেন। ফ্যাসিস্ট আওয়ামী লীগ একটা কাজ খুব সফলভাবে করেছে। তা হলো জাতিকে বিভক্ত করা। এই বিভক্তি দূর করে একটা ঐক্যবদ্ধ জাতি চাই। রাজনৈতিক মতাদর্শ ভিন্ন থাকবে কিন্তু ঐক্য থাকবে মৌলিক বিষয়ে। আর এই ক্ষেত্রে আমরা সফলও হয়েছি। আওয়ামী লীগকে ভোটের মাধ্যমে বাতিল করতে হবে।
তিনি আরো বলেন, এখন যেটা সবচেয়ে বেশি দরকার জাতি হিসেবে আমাদের সহনশীল হতে হবে। আগামী দিনের রাষ্ট্রনায়ক জননেতা তারেক রহমান সবার মতামতের ভিত্তিতে ৩১ দফা দিয়েছেন। সেই ৩১ দফার আলোকে আমাদের কাজ করতে হবে। গণতন্ত্র বাদ দিয়ে উন্নয়ন করলে হবে লুটপাট ও বিদেশে টাকা পাচারের উন্নয়ন। গণতন্ত্র বাদ দিয়ে উন্নয়ন সম্ভব নয়। ৩১ দফা বাস্তবায়ন করাতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। ১৭ বছরে জ্বলে পুড়ে খাঁটি সোনায় পরিণত হয়েছে বিএনপির নেতাকর্মীরা। ত্যাগ-জুলুমের মধ্যে দিয়ে বিএনপি নতুন বিএনপিতে পরিণত হয়েছে। বিএনপির নেতাকর্মীরা ত্যাগ করতে শিখেছে, রক্ত দিতে শিখেছে ও জীবন দিতে শিখেছে। আমরা গণতন্ত্র, মানবাধিকার ও ভোটারধিকার ফিরিয়ে পাওয়ার লড়াই থেমে থাকবো না এগিয়ে যাবে।
তিনি রবিবার (১৭ নভেম্বর) সিলেট সদর উপজেলার ২নং হাটখোলা ইউনিয়নের ৭,৮ ও ৯ নং ওয়ার্ড বিএনপির আয়োজিত শিবেরবাজারের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেট সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আকবর আলীর সভাপতিত্বে ও জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক দুলাল রেজার পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি শাহ জামাল নুরুল হুদা, একেএম তারেক কালাম, আজির উদ্দিন, শহীদ আহমদ, সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ, যুগ্ম-সম্পাদক জাহেদ আহমদ, জেলা বিএনপির উপদেষ্টা ইসলাম উদ্দিন, রফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক এড.সাইদ আহমদ, জেলা বিএনপির সাবেক সহ- সাংগঠনিক সম্পাদক মুরাদ হোসেন, সদর উপজেলা বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক আখতারুজ্জামান বছল, মহানগর ৩৮নং ওয়ার্ড বিএনপির যুগ্ম আহবায়ক শামসুদ্দিন শামীম, বিএনপি নেতা আপ্তাব উদ্দিন, জেলা যুবদলের সহ-সভাপতি আবুল হাসনাত, যুগ্ম-সম্পাদক এমদাদুল হক স্বপন, জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক আলীউর রহমান আলী, আব্দুল আহাদ রানা, সদর উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক তারেক আহমদ।
জনসভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, জেলা ছাত্রদের সহ সাধারণ সম্পাদক আব্দুল গফুর, আমিনুল ইসলাম, ল. কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আলী, মদন মোহন কলেজ ছাত্রদলের সদস্য সচিব জহিরুল ইসলাম আলাল, জেলা ছাত্রদল আলী আব্বাস, রুকনুল ইসলাম শামীম, জুনেদ আহমদ, সুরুজ আলী পীর,আজির উদ্দিন বলা, ফিরোজ মিয়া, তাজুল ইসলাম মেম্বার, মকসুদ মিয়া, কাজী লুৎফর রহমান, খলিলুর রহমান, সাহাবউদ্দিন, আব্দুল জলিল, আক্রম আলী, নিজাম উদ্দিন, আফাজ উদ্দিন, কুদরত আলী, মুশাহিদুল ইসলাম, ইকবাল হোসেন, কামরুল ইসলাম রানা, আবুল হোসেন, সইদুল ইসলাম, মোহাম্মদ আলী হীরা, আলী আহমদ রাহুল, আব্দু রহিম, আল আমিন চৌধুরী, রুবেল আহমদ, রাসেল আহমদ, জুবেল আহমদ, আব্দুল কাইয়ূম, মনসুর আহমদ, আলী উসমান প্রমুখ।