Sharing is caring!

মোহাম্মদ আলী, পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধিঃ
রাজশাহীর পুঠিয়া উপজেলায় আইন শৃঙ্খলা কমিটি ও মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুর ১২ টায় উপজেলার সম্মেলন কক্ষে আইন শৃঙ্খলা কমিটি ও মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার এ,কে,এম নূর হোসেন নির্ঝরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন পুঠিয়া উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাক্তার রফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার লায়লা আখতার জাহান, প্রাথমিক শিক্ষা অফিসার মকলেছুর রহমান, উপজেলা সমাজসেবা অফিসার রবিউল করিম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার রুহুল আমিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুবা, উপসহকারী প্রকৌশলী (জনস্বাস্থ্য) মোছাঃ সানোয়ারা খাতুন, উপজেলা মহিলা বিষয়ক অফিসার মোছাঃ শাহিনুর খাতুন, ইউডিএফ কর্মকর্তা শাহিন ওয়াজ সরকার, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা ফিরোজ করিম, উপজেলা প্রকল্প কর্মকর্তা মকবুল ইসলাম, উপজেলা গ্রাম আদালত প্রকল্পের রাশিদা খাতুন প্রমূখ।