প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৩০, ২০২৫, ৭:২৯ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৯, ২০২৫, ৩:২৭ অপরাহ্ণ
রাজশাহীর বাঘায় আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত

দোয়েল,বাঘা (রাজশাহী) প্রতিনিধিঃ
“সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর বাঘা উপজেলায় অনুষ্ঠিত হলো আন্তঃধর্মীয় সংলাপ। এই সংলাপের আয়োজন করে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) বাঘা উপজেলা, যা Multi Stakeholder Initiative for Peace and Stability (MIPS) এর একটি গুরুত্বপূর্ণ অংশ।
অনুষ্ঠানটি পিএফজি এম্বাসেডর মো: সুরুজ্জামানের সভাপতিত্বে পিএফজি সদস্য অপূর্ব কুমার সাহার সঞ্চালনায় শুরুতে কোরআন তেলাওয়াত, গীতা ও বাইবেল পাঠের মাধ্যমে মঙ্গলবার (২৯ এপ্রিল) সকালে ১০.৩০ মিনিটে বাঘা উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, এমএম শফিকুর রহমান এরিয়া কোর্ডিনেটর দি হাঙ্গার প্রজেক্ট রাজশাহী, রোকনুজ্জামান আহমেদ ফিল্ড কোর্ডিনেটর দি হাঙ্গার প্রজেক্ট রাজশাহী, হেলাল উদ্দিন দি হাঙ্গার প্রজেক্ট রাজশাহী, রানু আক্তারী এম্বাসেডর পিএফজি, আমিরুল ইসলাম এম্বাসেডর পিএফজি, উত্তম কুমার কোর্ডিনেটর পিএফজি বাঘা, সাইফুল ইসলাম সাবেক সাধারণ সম্পাদক উপজেলা বিএনপি, সাহীদুল ইসলাম সাভাপতি বাঘা পৌর জামাত, কামাল হোসেন সভাপতি বাঘা পৌর বিএনপি, মোছা: সেলিনা আক্তার শাপলা মহিলা সভা নেত্রী বাঘা উপজেলা বিএনপি, নীরেন্দ্রনাথ সরকার, নাসরীন আক্তার, ড. আব্দুস সালাম, বেনজির আহমেদসহ বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনী, সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মি আক্তার।
অনুষ্ঠানে বক্তারা বলেন, “ধর্ম কখনো সংঘাতের কারণ হতে পারে না। শান্তি, সহনশীলতা ও পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ আমাদের ধর্মগুলোর মূল শিক্ষা।” তারা আরও বলেন, “সম্প্রীতি রক্ষায় সব ধর্মের মানুষকে একত্রে কাজ করতে হবে, তাহলেই সংঘাত নয়, শান্তির বাংলাদেশ গড়া সম্ভব হবে।”
পরে উন্মুক্ত আলোচনার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2025 RED TIMES. All rights reserved.