প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৩০, ২০২৫, ৭:৪২ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৯, ২০২৫, ৩:৩০ অপরাহ্ণ
ইবির চারুকলা বিভাগের কম্পিউটার ল্যাব উদ্বোধন

আবির হোসেন ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) চারুকলা বিভাগের গ্রাফিকস ডিজাইন ডিসিপ্লিনের কম্পিউটার ল্যাবের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে রবীন্দ্র-নজরুল একাডেমিক ভবনের চতুর্থ তলায় এটি উদ্বোধন করা হয়। এসময় বিভাগের সভাপতিসহ অন্যান্য শিক্ষকমণ্ডলী এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলো।
জানা যায়, ২০১৯-২০ শিক্ষাবর্ষ থেকে থেকে বিভাগটির অন্তর্ভুক্ত গ্রাফিকস ডিজাইন ডিসিপ্লিন চালু হলেও এতদিন কম্পিউটার ল্যাব ছিলো না এই বিভাগটিতে। তবে প্রাথমিক পর্যায়ে ল্যাব চালু হওয়ায় খুশী বিভাগটির শিক্ষক-শিক্ষার্থীরা।
এসময় গ্রাফিকস ডিজাইন ডিসিপ্লিনের এক শিক্ষার্থী বলেন, আমরা দীর্ঘদিন যাবত কম্পিউটারের অভাবে ঠিকঠাক কাজ শিখতে পারতাম না। তবে প্রাথমিক পর্যায়ে ল্যাব চালু হয়েছে। আশা করি এখন থেকে শিক্ষকদের আন্তরিকতায় বিগত সময়ের গ্যাপগুলো কাটিয়ে ওঠা সম্ভব হবে।
এবিষয়ে বিভাগের সভাপতি অধ্যাপক ড. কামরুল হাসান বলেন, বিভাগটি এখনও নবীন। এজন্য এই বিভাগের অনেক অপূর্ণতা রয়েছে। এই বিভাগে যেসব শিক্ষকরা রয়েছেন তারা সবাই খুবই ট্যালেন্ডেট এবং সৃষ্টিশীল মানুষ। আমি তাদেরকে নিয়ে সকলের সহযোগিতায় এই বিভাগকে সামনে আরও এগিয়ে নেওয়ার কাজ করবো।
এসময় তিনি সকলের সহযোগিতা পেলে ইসলামী বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগকে দেশের সেরা চারুকলা বিভাগে পরিণত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2025 RED TIMES. All rights reserved.