প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৬, ২০২৪, ৮:৩৪ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২, ২০২৪, ২:১৫ অপরাহ্ণ
রুকনদের আদর্শের মডেল হয়ে দাওয়াতি কাজে ঝাপিয়ে পড়তে হবে: এড. জোবায়ের
সালেহ আহমদ (স'লিপক):
বাংলাদেশ জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল এড. এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, বর্তমান প্রেক্ষাপটে দাওয়াতি কাজের বিপুল সম্ভাবনা দেখা দিয়েছে। প্রত্যেক রোকন ভাই-বোনদের আদর্শের মডেল হয়ে দাওয়াতি চরিত্র নিয়ে প্রত্যেক ঘরে ঘরে ইসলামের সুমহান আদর্শের দাওয়াত পৌঁছাতে হবে।
শুক্রবার (১ নভেম্বর) বিকেলে মৌলভীবাজার এম সাইফুর রহমান অডিটোরিয়ামে বিশেষ রুকন সম্মেলনে শপথগ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সহকারি সেক্রেটারি জেনারেল এড. এহসানুল মাহবুব জোবায়ের উপরোক্ত কথাগুলো বলেন।
শপথগ্রহণ অনুষ্ঠানে কেন্দ্রীয় জামায়াত আমীরের প্রতিনিধি হিসেবে ২০২৫-২৬ সেশনে নব নির্বাচিত মৌলভীবাজার জেলা আমীর ইঞ্জিনিয়ার মোহাম্মদ শাহেদ আলীকে গঠনতন্তে উল্লেখিত শপথবাক্য পাঠ করান প্রধান অতিথি। এ রুকন সম্মেলনে জেলার সাড়ে ৪ শতাধিক পুরুষ ও মহিলা রুকন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা জামায়াতের সাবেক আমীর দেওয়ান সিরাজুল ইসলাম চৌধুরী মতলিব, সিলেট বিভাগের আঞ্চলিক টিম সদস্য ও সাবেক জেলা আমীর আব্দুল মান্নান, প্রবাসী জামায়াত নেতা মাওলানা আজাদ সুবহান, জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা সেক্রেটারি মো. ইয়ামীর আলী।
শপথগ্রহণ অনুষ্ঠান শেষে জেলা জামায়াতের মজলিসে শুরা সদস্য পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। রুকনদের সরাসরি ভোটে জেলা জামায়াতের ১৫ জন পুরুষ ও ৮ জন মহিলা মজলিসে শুরার সদস্য পদে নির্বাচিত হন। এর আগে ২৪ অক্টোবর জামায়াতে ইসলামীর কর্মপরিষদ বৈঠকে কেন্দ্রীয় আমীর ডা. শফিকুর রহমান জেলা ও মহানগরের নির্বাচিত আমীরদের নাম ঘোষণা করেন। গত ৪ অক্টোবর মৌলভীবাজার জেলার রুকন সম্মেলনে আমীর নির্বাচনে ভোট দেন জেলার সাড়ে ৪ শতাধিক রুকন।
উল্লেখ্য, ইঞ্জিনিয়ার মোহাম্মদ শাহেদ আলী ২০২৩-২৪ মেয়াদে প্রথমবারের মতো মৌলভীবাজার জেলা আমীর নির্বাচিত হন। ২০২৫-২৬ মেয়াদে দ্বিতীয়বারের মতো আবারো আমীর নির্বাচিত হলেন। তিনি ২০০৬ সালে জেলা জামায়াতের সেক্রেটারি নির্বাচিত হয়েছিলেন। ২০২২ সাল পর্যন্ত দীর্ঘ ১৬ বছর সেক্রেটারির দায়িত্ব পালন করেন। এর আগে তিনি ছাত্রশিবিরের সিলেট শহর শাখার সভাপতি ও মৌলভীবাজার জেলা শাখার সভাপতির দায়িত্ব পালন করেন। ছাত্র জীবন থেকে তিনি শিবিরের রাজনীতির সাথে জড়িত ছিলেন। ছাত্রত্ব শেষ হলে তিনি জামায়াতের রাজনীতির সাথে যুক্ত হন।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2024 RED TIMES. All rights reserved.